নওগাঁয় নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ ১২:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৩ বার।

নার্সিং সেবা ধ্বংসের মাধ্যমে জনগনকে প্রকৃত নার্সিং সেবা থেকে বঞ্চিত করার পায়তারা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনায় নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানব বন্ধন চলাকালে শিক্ষার্থী ফারিহা তানজুম, আছিয়া খাতুন ও রত্না আকতার বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা বলেন, 'আমাদের কোর্স সম্পন্ন করতে সময় প্রয়োজন হয় ৩ বছর। এর মধ্যে শুধুমাত্র ৬ মাস পড়াশুনা ছাড়া বাকী আড়াই বছর ইন্টানি করার মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকি। বর্তমান সরকার আমাদেরকে দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দিয়েছেন। অথচ কারিগরি শিক্ষার্থীরা মাত্র ৬ মাসের পড়াশুনা ও ইন্টানি কোর্স করে রোগীদের সেবা করতে চায়। তারা রোগীদের কি সেবা দিবে আমারা সন্ধীহান। তারা আমাদের সমমর্যাদা হতে চায়। আমরা সেটা হতে দিব না।'