বিহঙ্গ আবৃত্তি পরিষদের তৃতীয় আয়োজন

বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে "স্কুল আবৃত্তি উৎসব ২০১৯" অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ ১২:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪১ বার।

"নতুন বইয়ের গন্ধে, আবৃত্তি ছন্দে-আনন্দে" এই শ্লোগান নিয়ে বিহঙ্গ আবৃত্তি পরিষদ আয়োজন করেছে ভিন্ন ধারার "স্কুল আবৃত্তি উৎসব ২০১৯"। শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি শিল্পের বিকাশ ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে দলগত আবৃত্তি চর্চার প্রসার ঘটাতে এবং কবিতার মাধ্যমে তাদের মাঝে মানবতা, প্রকৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই তাদের এই আয়োজন। উৎসবে আবৃত্তির জন্য ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবই থেকে প্রকৃতি, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও মানবতার কবিতা নির্বাচন করেছে সংগঠনটি।

রোববার "স্কুল আবৃত্তি উৎসব ২০১৯"র প্রথম ধাপের তৃতীয় আয়োজন অনুষ্ঠিত হলো বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে। আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে শ্রেণিভিত্তিক একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করে এবং শেষে প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী দলীয়ভাবে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক’র ''আমার পরিচয়” কবিতাটি আবৃত্তি করে।
 
অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার এবং প্রতিষ্ঠানের পক্ষে সমন্বয়ক প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ। তাঁরা বিহঙ্গ আবৃত্তি পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উৎসবের জন্য বিশেষ করে পাঠ্যবই থেকে কবিতা নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সৃষ্টিশীল সকল আয়োজনের সফলতা কামনা করেন।

এ সময় বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী তাঁর বক্তব্যে এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের নিজস্ব একটি আবৃত্তির দল গঠিত হবে বলে আশা প্রকাশ করেন এবং সেই আবৃত্তির দলকে প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে বিহঙ্গ আবৃত্তি পরিষদ সাধ্যমতো সহযোগীতা করবে বলে জানান। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উৎসবের জন্য নির্বাচিত কবিতার আবৃত্তির নির্মাণে সহযোগীতার জন্য সকলেই আয়োজক সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সদস্য জাফরিন রহমান তাসিনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থীরা ছাড়াও বিহঙ্গ আবৃত্তি পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব মাসুকুর রহমান ।