ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আদমদীঘিতে চার মৎস্য খাদ্য দোকান থেকে বিপুল ফিড ও ঔষধ জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯২ বার।

বগুড়ার আদমদীঘিতে চার মৎস্য খাদ্য ফিড ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান মৎস্য পশু খাদ্য ও ঔষধ জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে আদমদীঘি নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মালামাল জব্দ ও জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাবুবুর রহমানসহ পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সুত্রে বলা হয়, আদমদীিিঘ রেলওয়ে স্টেশান এলাকায় অবস্থিত মেসার্স সরদার ট্রেডার্স থেকে মেয়াদ উত্তীর্ণ আরআরপি ফিড, নার্সারী পিসফিড, ফেরোসিট ট্যাবরেট, ডি অক্সিজেনসহ বিভিন্ন ব্যান্ডের প্রায় ১টন মৎস্য খাদ্য, ১শত প্যাকেট ঔষধ জব্দ ও মালিক নওশাদ আলীর ৩০ হাজার টাকা জরিমানা, ফিড বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় জয় ট্রেডার্সের মালিক ইমরান হোসেনের ৫ জাহার ও মেসার্স আমিনুর ট্রেডার্স মালিক আমিনুরের ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ মৎস্য খাদ্য ভান্ডার থেকে মেয়াদ উত্তীর্ণ এলমোক্স, নিউক্যালপি প্লাস অক্রিজেনসহ বিভিন্ন ব্যান্ডের ১শত প্যাকেট ঔষধ জব্দ ও মালিক বেলাল হোসেনের ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।