গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০১৯ ০৯:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

জমে উঠেছে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াই। এ লড়াইয়ে এগিয়ে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

তবে এতে স্বস্তিতে নেই মেসিভক্তরা। মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

মনে হচ্ছিল ষষ্ঠবারের মতো মর্যাদার এই পুরস্কারটি বার্সা অধিনায়কের হাতেই উঠতে যাচ্ছে। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। লড়াইটা আর একপেশে নেই।

পেছন থেকে ধেয়ে আসছেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামলেই গোল পাচ্ছেন। রীতিমতো উড়ছেন এ ফরাসি তরুণ।

সর্বশেষ ম্যাচেও জোড়া গোল এসেছে তার পা থেকে। শেষ ৪ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। অন্যদিকে একই দিনে এল ক্লাসিকোতে মেসি ছিলেন গোলহীন।

অথচ মৌসুমের শুরুতে লিগ গোলের তালিকায় মেসির চেয়ে অনেক অনেক পিছিয়ে ছিলেন এমবাপ্পে।

শেষ হিসাবটা নখদর্পণে রয়েছে এ দুই সেরা খেলোয়াড়ের ভক্তদের। লিগে ২৪ ম্যাচে ২৫ গোল করে সবার ওপরে অবস্থান মেসির। তার পয়েন্ট সংখ্যা ৫০।

মেসির ঠিক পেছনেই এমবাপ্পে হাসছেন। মেসির চেয়ে তিন ম্যাচ কম খেলে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন এ পিএসজি তারকা।

এখন মেসি-ভক্তদের মনে শঙ্কা জাগতেই পারে- যেভাবে এমবাপ্পে এগোচ্ছেন, তাতে মেসিকে টপকে এবারের গোল্ডেন বুটে নিজের নাম লেখাতে পারেন এমবাপ্পে।

গোল্ডেন বুট লড়াইয়ে তৃতীয় অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমবাপ্পের চেয়ে ৫ গোল পেছনে রয়েছেন জুভেন্টাসের এই পর্তুগিজ সুপারস্টার।