বিমানবন্দরে লাগেজ ভর্তি দেড় হাজার কচ্ছপ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

পাচারকালে বিমানবন্দর থেকে দেড় হাজার কচ্ছপ জব্দ করেছে ফিলিপাইনের পুলিশ। রোববার ম্যানিলা বিমানবন্দরে টেপ বাঁধা অবস্থায় এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

বিবিসি জানায়, যে লাগেজ থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়, সেটির মালিককে শনাক্ত করা যায়নি। বিপুলসংখ্যক এসব প্রাণীর বাজারমূল্য সাড়ে চার মিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

অবৈধভাবে বন্যপ্রাণী পাচার আইনে ধরা পড়ে যাওয়ার ভয়ে ব্যাগটি বিমানবন্দরে ফেলে যায় পাচারকারী। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

 হংকং থেকে আগত এক ফিলিপাইনি যাত্রী এ লাগেজ ফেলে যান বলে পুলিশ। 

এতে জড়িতদের দুই বছর জেল হতে পারে, একই সঙ্গে দুই লাখ পেসো (প্রায় ৯ হাজার ডলার) জরিমানা হতে পারে।

পোষা প্রাণী হিসেবে কচ্ছপের কদর আছে। তবে এশিয়া জুড়ে প্রথাগত ওষুধ হিসেবেও কচ্ছপসহ নানা ধরনের প্রাণী ব্যবহার হয়ে আসছে।

গত সপ্তাহেও মালয়েশিয়ায় পাচারের সময় একটি নৌকা থেকে উদ্ধার করা হয় ৩৩০০টি কচ্ছপ।