আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরণ মামলায় ৪জনের বিরুদ্ধে চার্জশীট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০১৯ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৩ বার।

আদমদীঘিতে হাজি তাছের আহমেদ মহিলা কলেজের একাদশ শ্রেনীর ২য় বর্ষের ছাত্রী মনিকা আখতার মিতি (১৭) অপহরণ মামলায় পিতা মাতাসহ ৪জনকে অভিযুক্ত আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে।  চার্জশীটভুক্ত আসামীরা হলো দুপচাঁচিয়া উপজেলার শহরকুড়ি গ্রামের রুহুল আমিন ওরফে উইল (২১), তার পিতা ফেরদৌস আলী (৪৭) মাতা রুবিয়া বেগম (৪২) ও আক্কেলপুর উপজেলার দেবীশাওইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২২)।  তদন্তে বাদির আনিত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় গত রবিবার মামলার তদন্তকারি কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মহাদেব সরকার আদালতে এই চার্জশীট দাখিল করেন।  আসামীদের মধ্যে রুবিয়া বেগম ও রিফাত পলাতক রয়েছে।


মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির কোমারপুর কাশিমালকুড়ি গ্রামের মোসলিম উদ্দিনের মেয়ে কলেজ ছাত্রী মনিকা আখতার মিতি গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে আদমদীঘি সদরে কলেজে যাবার পথে শিয়ালশন পাকা রাস্তার মোড় থেকে আসামী রুহুল আমিন উইলসহ তার অপর সহযোগীরা একটি সিএনজি যোগে মনিকা আখতারকে ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে যায়।  এ ঘটনায় ভিকটিমের বাবা মোসলিম উদ্দিন বাদি হয়ে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর উল্লেখিত ব্যক্তিদের আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের ৮দিন পর ঢাকার সাভার এলাকার একটি বাসা থেকে ভিকটিমকে উদ্ধারসহ মুল আসামী রুহুল আমিন উইলকে গ্রেফতার করে।