নৌকার লোকেরা ভোটের মাঠে হামলা করছে- অভিযোগ ধুনটের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিমের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার আলম সেলিমের অভিযোগ নৌকা প্রার্থীরা লোকেরা ভোটের মাঠে প্রচারণা ও গণসংযোগ করতে দিচ্ছেনা। ভোট চাইতে মাঠে নামলেই হামলা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন তার প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী আব্দুল হাই খোকন নির্বাচনী আচরণ বিধি লংঘন করে তার প্রচারকাজে বাধা দেয়া ছাড়াও ১ মার্চ ও ৩ মার্চ ২দফায় তার ওপর শারীরিক হামলা করা হয়েছে।  ৩ মার্চ ধুনটের চালাপাড়ায় গনসংযোগকালে সরকার দলের প্রার্থীর লোকজন তাকে ধাওয়া করে গুলি করার হুমকি দেয়। তাদের হামলার ভয়ে এ সময় নিজের মোটরবাইক ফেলে রেখে একজনের বাড়িতে আশ্রয় নিয়ে কোন রকম প্রানে বেঁচে যাই।  হামলাকারীরা মোটরবাইক নিয়ে চলে যায়। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো ঘটনা তিনি লিখিতভাবে উপজেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে আখতার আলম সেলিম বলেন, আমি চাই শুধু ভোটের দিন ১৮ মার্চ ভোটটা শুধু দিনের বেলায় হোক। মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাক, তাহলেই সরকার দলীয় প্রার্থীর পরাজয় অনিবার্য !