তালোড়ার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমান্ডার (বিএন অবঃ) মোনওয়ারুল করিম তালুকদার এর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক সালাহউদ্দীন আহম্মেদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (প্রশাসন) আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোঃ নূহ, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহামুদুন্নবী, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম এবং ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দেবখন্ড ছিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক তালুকদার, ব্যবসায়ী ভাস্কর সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।