চঞ্চলের নায়িকা মিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

নির্মাতা গোলাম সোহবার দোদুল নির্মাণ করছেন ৬ পর্বের ওয়েব সিরিজ। এতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি উভয়ই চুক্তিবদ্ধ হয়েছেন বলে সমকাল অনলাইনকে জানিয়েছেন পরিচালক দোদুল। 

ওয়েব সিরিজটির নাম এখনও চূড়ান্ত নয়। এর গল্পে দেখা যাবে পুরান ঢাকার পুরনো এক বাড়িতে অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ ৩ দিনের জন্য বাড়িটা ভাড়া নেয় এবং ৭ দিনের অগ্রিম টাকা দিয়ে দেয়। বাসার লোকের উপস্থিতেতে সে বৃদ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে তার মেকআপ তুলতে শুরু করে। মেকআপ তোলার পর দেখা যায় তিনি বৃদ্ধ নন। তরুণ যুবক। নাম মীর্জা এলিয়াদ। পেশায় ব্লগার। কিন্তু অনলাইন দুনিয়া তাকে চেনে বিভিন্ন নামে। অনলাইনের এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজ আর রাষ্ট্র বিরোধী লোকের মুখোশ উন্মোচন করাই তার কাজ।

এতে চুক্তিবদ্ধ হওয়ার পর চঞ্চল চৌধুরী বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় শিল্পীদের চলতে হয়। দর্শকদের চাহিদামত কাজ করতে হয়।  এখন অনলাইনের যুগ। বিশ্বের নামীদামি তারকার সবাই এখন ওয়েব সিরিজ করছে। এর আগে ওয়েব সিরিজ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললেও এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’

আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে ৬ পর্বের এই ওয়েব সিরিজটিতে মিম অভিনয় করবেন তাবাসসুম চরিত্রে। তিনি বলেন, ওয়েব সিরিজটির গল্প দারুন। আর নির্মাতা দোদুল ভাইয়ের কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। দর্শকরা ওয়েব সিরিজটি উপভোগ করবেন বলে আমার বিশ্বা্স।মানেই আলাদা কিছু। এই ওয়েব সিরিজে আমার অভিনয়ের অনেক জায়গা আছে।’

১০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হবে।বায়োস্কোপে প্রচার হবে এটি।