ড. সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে ধুনট থিয়েটারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৮ ১২:৫০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৩০৫ বার।

নাট্যচার্য ড. সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ধুনট থিয়েটারের আয়োজনে সোমবার চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। সভাপতিত্ব করেন ধুনট থিয়েটারের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে সেলিম আল দ্বীন জন্মগ্রহণ করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেন তিনি। ৫৯ বছর বয়সে ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ধুনট থিয়েটার আয়োজিত চিত্রাঙ্কান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ও ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হক।