বগুড়ায় ট্রেনের চাকার নিচে পড়ে এক  ব্যক্তির হাত প্রায় বিচ্ছিন্ন

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯ ০৬:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৮ বার।

বগুড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের হাড্ডিপট্টি এলাকায় ট্রেনের চাকার নিচে পড়ে তার ডান হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহরতলীর পূর্ব পালশার মৃত আলিম উদ্দিনের ছেলে জব্বার পেশায় একজন হোমিও চিকিৎসক। শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় ‘আমেনা ফার্মেসি’ নামে একটি দোকানে বসে তিনি চিকিৎসা সেবা দেন। 
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, আব্দুল জব্বার ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালে তার স্ত্রী কোহিনূর বেগমকে নিয়ে শহরের বউবাজার এলাকায় গিয়েছিলেন। সকাল পৌণে ৯টার দিকে তিনি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ৯টার দিকে তিনি স্টেশন এলাকায় পৌঁছেন এবং রেল স্টেশন এলাকায় রেল লাইনের পাশ দিয়ে স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বগুড়া রেলওয়ে স্টেশনে থেমে থাকা বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেনও স্টেশন ত্যাগ করে। 
ওই ট্রেনটি স্টেশন থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে হাড্ডিপট্টি এলাকায় পৌঁছার পর পাশ দিয়ে হেঁটে যাওয়া জব্বার হঠাৎ ট্রেনের ধাক্কায় পিছলে লাইনের ওপর পড়ে যান। এ সময় চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে তার ডান হাতের কনুই থেকে নিচের অংশ থেতলে যায়। তার চিৎকারে পাশে থাকা স্ত্রী কোহিনূর বেগম তার স্বামীর পা ধরে টেনে আনেন। এতে জব্বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান।
জিআরপি’র বগুড়া ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর কায়কোবাদ জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনাটি তিনি শুনেছেন। তিনি বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।’