দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা

মঈন খান, দুপচাঁচিয়া, প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৩ বার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা শিল্পকলা একাডেমী ওই প্রতিযোগিতার আয়োজন করে।  এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন উপজেলার শিক্ষা অফিসার একেএম রেজাউল হক, একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মশিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদা মুকুল, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বেলাল হোসেন, আবু মুসা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স ও  উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য অসীম কুমার দাস।  এদিন ৩য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, ৭ম থেকে ১০ শ্রেণি পর্যন্ত খ গ্রুপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত গ গ্রুপে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।