বগুড়ায় আমরা ক'জনের ৭ মার্চ উদযাপন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্যালেক্ষ্য ৭১’র কথা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই নির্মলেন্দু গুণ-এর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, দলীয় কবিতা আবৃত্তি’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া’র জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক প্রাবন্ধিক বজলুল করিম বাহার ও বিশিষ্ট কবি সাহিত্যিক শোয়েব শাহরিয়ার। সম্মানিত অতিথি দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার’কে উত্তরীয় পরিয়ে পরিয়ে দেন প্রধান অতিথি ফয়েজ আহাম্মদ। সেইসঙ্গে বরণ ডালা সম্মানিত অতিথির হাতে তুলে দেন  বিশিষ্ট কথা সাহিত্যিক প্রাবন্ধিক বজলুল করিম বাহার ও বিশিষ্ট কবি সাহিত্যিক শোয়েব শাহরিয়ার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার। এরপর অতিথিদের বক্তব্যের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, সুকুমার রায়, অঞ্জন মেহেদী রচিত লায়ন আব্দুল মোবিন-এর পরিচালনায় কবিতা আবৃত্তি করে জারিফ মুশরারাত মায়িশা, রোদেলা আকাশ, মুয়িনা ইসলাম, আবরার জাহিন, হায়াত মাহমুদ নাবিল, তালাত মাহমুদ নিলয়, নোমান ইসলাম প্রতিক, মুত্তাকিন ইসলাম মিহির, সুয়াদ নাওয়াস তিহাম, আদ্রিত রহমান আদি। পরিশেষে মাহাবুব হাসান সোহাগ-এর পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যালেক্ষ্য ৭১’র কথা মঞ্চস্থ হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন তানজিনা সেলিম।