তারুণ্যের স্পন্দন

বগুড়ায় বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ মার্চ ২০১৯ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৯ বার।

বগুড়ায়  শুক্রবার বসেছিল জাতীয় জীববিজ্ঞান উৎসবের অঞ্চলভিত্তিক তৃতীয় আসর। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটলিয়ন পাবলিক স্কুল ও কলেজ চত্বরে অনুষ্ঠিত এই উৎসবে পাঁচ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের জীববিজ্ঞানে আগ্রহী প্রায় চারশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে। জেলাগুলো হলো-বগুড়া,পাবনা,সিরাজগঞ্জ,জয়পুরহাট ও গাইবান্ধা। সকাল ৯টায় জাতীয় ও আয়োজিত প্রতিষ্ঠাণের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু করা উৎসবে প্রশ্নোত্তর পর্বে তাদের প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মা ও বাবা এদের মধ্যে কার হেপাটাইটিস বি থাকলে সন্তানের হওয়ার সম্ভবনা বেশি থাকে? মেয়েদর গ্রুথ ছেলেদের আগে থামে কেন? শীতকালে রক্তনালী সংকুচিত হয়ে যায় কেন? জীনগত পরিবর্তনের মাধ্যমে কী কুকুরের লেজ সোজা করা সম্ভব- এমন নানা ধরনের শতাধিক প্রশ্ন করে অংশ নেয়া শিক্ষর্থিরা। শিক্ষার্থীদের এসব প্রশ্নের সহজ ও সুন্দর করে উত্তর দেন উৎসবে আসা বিজ্ঞ অতিথিবৃন্দ ও স্কুল কলেজের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ।


বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও সমকাল আয়োজিত এই উৎসবে প্রতিযোগিতা পর্বে অংশ নেয়াদের মধ্যে থেকে ৯৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পেয়েছে। পরে তাদের হাতে সনদ ও পদক তুলে দেন অতিথিরা। 
আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের (এপিবিএন) অধ্যক্ষ এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে উৎসবের সনদ ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগি পর্ব পর্যবেক্ষন ও অনুপ্রেরনামূলক বক্তব্য রাখেন বগুড়া ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো: আবু সাইম। তিনি বলেন সুন্দর সমৃদ্ধ দেশ গড়তে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ ও গুরুত্ব দেয়া প্রয়োজন। আমাদের দেশের বিজ্ঞান মনষ্করাই আর্ন্তজাতিক পরিমন্ডলে অবদান রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব কমিটির সহ সভাপতি নিত্যরঞ্জন পাল,ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী সার্জন ডা.অর্নব চৌধুরী,এপিবিএন এর জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মাহবুবা হক,স্কুল শাখার সহকারী শিক্ষক বনশ্রী চৌধুরী,সমকালের বগুড়া ব্যুরোর স্টাফ রির্পোটার এস এম কাওসার,বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ অর্পন,অনিরুদ্ধ প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন জীববিজ্ঞান অলিম্পিয়াড বগুড়া অঞ্চলের সাধারন সম্পাদক এপিবিএন এর শিক্ষক সঞ্জিত কুমার দাস। অতিথিদের প্রায় সকলেরই বিজ্ঞানের নানা সূফল তুলে ধরে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।


উৎসব সঞ্চালনা করেন উৎসব ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংগঠন স্ট্রিং সাইন্স সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি মাহবুব রাহিদ। প্রতিযোগি পর্ব পরিচালনায় সহায়তা করেন ঢাকা বুয়েট ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেসবাহুল শাহেদ আদর,রাকিবুল হাসান রাহাত,আলী হায়দার আকিব,স্বাদ আলিফসহ ৪০ জন এনজ্যাইম এবং সমকালের পাঠক সংগঠন বগুড়ার সাধারন সম্পাদক অরুপ রতন শীল ,আব্দুল আউয়াল ও সোহাগ।
৬ষ্ট থেকে ৮ম শ্রেনী ও নবম-দশম শ্রেনী এবং একাদশ-দ্বাদশ শ্রেণী এই বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে এ অঞ্চলের ৫ জেলার প্রতিযোগী ছাড়াও অভিভাবক এবং স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষকগণ উৎসবস্থলে আসতে থাকেন। অভিভাবকরা প্রত্যক্ষ করেন প্রতিযোগিতার পর্ব।