বগুড়ায় কোলকাতার বিখ্যাত নাটক "লংমার্চ" এর মঞ্চায়ন শনিবার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ মার্চ ২০১৯ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৪ বার।

শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া থিয়েটারের আয়োজনে ভারতের সাড়া জাগানো নাটক "লংমার্চ" মঞ্চায়িত হবে।  নাটকটি পরিবেশন করবে কোলকাতার বিখ্যাত নাট্যদল অল্টারনেটিভ লিভিং থিয়েটার। 

নাটকের  দর্শনী মূল্য ১০০ ও  ৫০ টাকা।  টিকিট পাওয়া যাবে নাটক শুরুর আগে টিটু মিলনায়তন কাউন্টার।

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৈফিক হাসান ময়না জানান, "লংমার্চ" নাটকটি কোলকাতা সহ সমস্ত ভারতে বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে।  নাটকটি বগুড়ায় মঞ্চায়ন হবে যা বগুড়ার নাটকপ্রিয় ও সাংস্কৃতিক প্রেমি  মানুষের জন্য অত্যন্ত আনন্দের। দর্শনের বিনিময়ে নাটকটি সবাইকে দেখার আমন্ত্রণ।  খুব ভালো একটা সন্ধ্যা কাটবে আশা রাখছি।