দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দুপচাঁচিয়া সদর ইউনিয়ন শাখার আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে ধাপসুলতানগঞ্জ হাট খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।  খেলায় ট্রাইব্রেকারে দুপচাঁচিয়া জয়পুর উত্তর পাড়া ফুটবল একাদল ৫-৪গোলে দুপচাঁচিয়া যুগিপোতা ও নিমাইকোলা যৌথ ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।  খেলা শেষে এক পুরস্কার বিতরনী সভা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার এর সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাঈদ ফকির, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইশারত আলী, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া এলাকার সাবেক পরিচালক জাহেদুর রহমান, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী শামীমা আক্তার মুক্তা, ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবা নাসরিন রূপা।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ সূজা, সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা উপেন চন্দ্র, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, ইউপি সদস্য আফজাল হোসেন, জাপা নেতা ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুর ইসলাম শাহীন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জুয়েল রানা। তাকে সহযোগিতা করেন এমকে আলম ও মাহমুদুল হক শিপন। পরে বিজয়ী ও পরাজিত দলের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।