বগুড়ায় দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক প্রাইভেট কার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৮ ১৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

বগুড়ায় পুলিশ ১০০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে। তবে চালক ও আরোহীরা পালিয়ে গেছে। রোববার রাতে জেলার শাজাহানপুর থানা ভবনের সামনে কারটি আটক করা হয়। ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে তবে পুলিশ কারটির চালক, মালিক কিংবা জড়িত অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি।
শাজাহানপুর থানার সাব ইন্সপেক্টর রুম্মান আলী জানান, বগুড়াগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৭-৯২১২) রাত ৮টার কিছু পরে ঢাকা-বগুড়া মহাসড়ক ধরে শেরপুর উপজেলা সদরে পৌঁছার পর এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। বিষয়টি জানার পর শেরপুর থানা পুলিশ প্রাইভেট কারটি আটকের জন্য পাশের শাজাহানপুর থানাকে অবহিত করে। এরপর শাজাহানপুর থানা পুলিশ প্রাইভেট কারটি আটকের জন্য থানার সামনে চেকপোস্ট বসায়। তখন প্রাইভেট কারের চালক দ্রুত গতিতে চেক পোস্ট অতিক্রমের চেষ্টা করতে গিয়ে যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে প্রাইভেট কারের ভেতরে থাকা চালকসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
সাব ইন্সপেক্টর রুম্মান আলী জানান, তাদের পালানো দেখে আমরা ভেবেছিলাম হয়তো দূর্ঘটনা জনিত কারণে গ্রেফতারের ভয়ে তারা পালিয়ে গেছে। কিন্তু কারটি তল্লাশীর সময় তার পেছনে স্কচ টেপ দিয়ে মোড়ানো ৫০টি প্যাকেট পাওয়া যায়। পরীক্ষা করে দেখা যায় সেগুলো গাঁজা। প্রতিটি প্যাকেটের ওজন ২কেজি। তিনি বলেন, ওই ঘটনায় শাজাহানপুর থানার সাব ইন্সপেক্টও রাম জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।