ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কোহলির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০১৯ ১৪:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

আরও একটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। মঙ্গলবার নাগপুরে ১১৬ রান করা ভারতীয় অধিনায়ক শুক্রবার ঝাড়খন্ডেও সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচে ১০৭ বলে সেঞ্চুরি করা কোহলি এদিন শতরান পূর্ণ করেন ৮৫ বলে। তার শতরানের ইনিংসটি ১৪টি চারে সাজানো। এটা কোহলির ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি।

একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করার দিক থেকে কোহলির ওপরে আছেন একমাত্র শচীন টেন্ডুলকার। কিংবদন্তি শচীনকে স্পর্শ করতে আর মাত্র ৮টি সেঞ্চুরি করতে হবে বিরাটকে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ১০ বছরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি।

টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্চ ১০০টি সেঞ্চুরির ইতিহাস গড়ে অবসর নেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন। টেস্ট এবং ওয়ানডে মিলে ইতিমধ্যে ৬৫টি সেঞ্চুরি করেছেন কোহলি। টেন্ডুলকারকে স্পর্শ করতে কোহলির আর প্রয়োজন ৩৪টি শতক।

ক্রিকেট মাঠে কোহলি যেভাবে দাপুটে ব্যাটিং করছেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে একশটি সেঞ্চুরি পেতে তেমন বেগ পাওয়ার কথা নয় তার!