মিয়ানমারে বিমান বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাসহ নিহত ১২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২১ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯ বার।

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাজধানী নেপিদো থেকে বিমানটি পিয়ন ওউ লোইন শহরে বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিল। যাত্রীদের মধ্যে সামরিক কর্মকর্তা ছিলেন ৬জন, বাকিরা সবাই ছিলেন বৌদ্ধ পুরোহিত।

বিমানটি আকাশের ৩০০ মিটার উঁচুতে থাকা অবস্থায় বিকল হয়ে মান্দালয়ের একটি ইস্পাত কারখানায় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২জন নিহত হয়।

জান্তা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানের পাইলট এবং একজন যাত্রী মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন।

গুরুতর আহত ওই পাইলট ও যাত্রীকে ইতোমধ্যে একটি সামারিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। রাজপথে বিক্ষোভ কিছুটা কমলেও দেশটির একাধিক বিদ্রোহী গোষ্ঠী সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে।