টিএমএসএস নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ইসির সনদ পেল: কর্মকর্তা-কর্মচারীদের মিশ্র প্রতিক্রিয়া

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৮ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৭ বার।

বেসরকারি সংস্থা টিএমএসএস-কে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন সনদপত্র দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংস্থাটির প্লানিং রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (পিআরপি) পক্ষ থেকে সোমবার দুপুরে পাঠানো ই-মেইলে এ কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন টিএমএসএসকে সনদপত্র দেওয়ায় সংস্থাটি এখন থেকে সকল নির্বাচন পর্যবেক্ষণের অধিকার সংরক্ষণ করে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সনদপ্রাপ্তিতে টিএমএমএসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তাদের অধিকাংশই মনে করেন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া একটি বেসরকারি সংস্থা তথা এনজিও’র এ ধরনের কাজে কখনোই সম্পৃক্ত হওয়া উচিত নয়। বিষয়টি তারা সংস্থার শীর্ষ পর্যায়ে অবগত করেছেন। তবে এ নিয়ে সংস্থার পক্ষে কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ‘পুণ্ড্রকথা’র সঙ্গে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক মাঝারি পর্যায়ের এক কর্মকর্তা ‘পুণ্ড্রকথা’কে বলেন, ‘ টিএমএসএস একটি এনজিও। উন্নয়নমূলক কাজই আমাদের মূল লক্ষ্য। তাই অন্য কোন কিছুর সঙ্গে সম্পৃক্ত হওয়া আমাদের উচিত হবে না।’