নওগাঁর নিয়ামতপুরে নৈশ প্রহরীকে বেধেঁ দূধর্ষ ডাকাতি- প্রায় ১০ লক্ষাধীক টাকার মালামাল লুট

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০১৯ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া বাজারে শুক্রবার রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাজারের দুই নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বেধেঁ ২১ টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এক ঘন্টার অধিক সময় ধরে এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ পাওয়ার পর রাতেই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তারা কাইকে গ্রেফতার করতে পারেনি এবং লুণ্ঠিত মালামালও উদ্ধার করা সম্ভব হয়নি।
 

কাপাষ্ঠিয়া বাজারের দোকানী মেসার্স সাজিয়া ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান বলেন, 'রাত ১টা থেকে ২টার মধ্যে একদল বাজারের পূর্ব ও পশ্চিম দিক থেকে আচমকা হানা দিয়ে প্রথমেই তারা বাজারের দুই নৈশ্য প্রহরী আব্দুল হামিদ ও লোকমান হোসেনকে একপি ফাকাঁ মাঠেনিয়ে গিয়ে বেঁধে রাখে। পরে তারা বাজারের ২১টি দোকানের তালা কেটে লুটপাট শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপি লুটপাট চালিয়ে আমার দোকান হতে নগদ ৩ হাজার টাকা ও ৩ লক্ষাধীক টাকার কীটনাশক নিয়ে যায়। এছাড়া এসটি গার্মেন্টস এন্ড শাহ আলম বস্ত্রালয় থেকে নগদ ৩ হাজার টাকা ও আড়ই লক্ষাধীক টাকার শাড়ী ও লুংগী নিয়ে যায়। এভাবে প্রতিটি দোকান থেকে প্রাং ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়ে যায়।'
 

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।