আদমদীঘিতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে নিহত-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলের কাছে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হয়। নিহতরা হলো- দুপচাঁচিয়ার শেরপুর গ্রামের জগনাথ সাহার ছেলে শ্যামল সাহা(৪৮) ও নুরপুরের জসিম সোনারের ছেলে আফজাল(৩৫)। তবে নিহত আরেক ব্যক্তির পরিচয় জানা যায় নি। শনিবার বিকাল ৪টায় আজিজার রহমানের চাতালের সামনে ওই দূর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত প্রায় সকলেরই দুই পা ভেঙ্গে গেছে এবং তাদের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক । 

থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বগুড়া-থ ১১-৪১৮৪ নম্বর একটি সিএনজি যাত্রী নিয়ে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে বিকাল ৪টায় মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে বিপরীতগামী ঢাকা মেট্রো-গ-৩৯-৫৬০৪ নম্বর প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার ও সিএনজি দুমড়ে মুচরে যায়। দূর্ঘটনায় ৩ জন নিহতসহ আরো ৩ জন আহত আহত হয়। আহতরা হলো- দুপচাঁচিয়া উপজেলা উনহাত সিংড়া গ্রামের মহসিনের ছেলে রাশেদুল ইসলাম (৩২), আদমদীঘির শিপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলিম (৩০) এবং দিনাজপুরের আনছার আলীর ছেলে সোহেল (৩২)। দূর্ঘটনায় আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।