সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০১৯ ০৭:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫০ বার।

বগুড়ায় শুরু হলো সরকারি আজিজুল হক কলেজের আয়োজনে আন্তঃবিভাগ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।   রোববার সকালে আকাশে বেলুন উড়িয়ে কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী।  টুর্নামেন্টে প্রতিষ্ঠানের ২২ টি বিভাগ অংশগ্রহণ করবে। প্রথম পর্বে বাংলা বিভাগ ও ইসলামের ইতিহাস বিভাগের খেলা দিয়ে শুরু হয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ এজাজুল হক, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের সহ সম্পাদক ফারুক আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। খেলার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা বিভাগের শিক্ষক আব্দুল আলিম।  আগামী ২৪ মার্চ টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।