বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৮ বার।

‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝূঁকি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে ও বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। রোববার সকালে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া এক বর্নাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা নেজারত ডেপুটি কালেক্টের তাজ উদ্দিন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে শহরের কালেক্টরেট স্কুল মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ ও বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক আব্দুর রশিদ। সভায় বক্তারা সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের গ্রহণকৃত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। সেই সাথে যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হয়ে একত্রে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বগুড়া এডিপির অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার ইভান্স গমেজ ও রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট লেভেল কর্মকর্তা তৌহিদুল ইসলাম নয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদের নেতৃত্বে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভিন্ন দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সিবিও নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা সহ প্রায় ৫ শতাধিক মানুষ র‌্যালী, আলোচনা সভা ও মহড়ায় অংশগ্রহন করে।

এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতেও দিবসটি উদযাপিত হয়েছে। দুপচাঁচিয়া প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিট ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন, সহকারী উপজেলা প্রকৌশলী শারিদ শাহনেওয়াজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স,দুপচাঁচিয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার আজিজুল হক, শিক্ষক সুদেব কুন্ডু, নূরে আলম ছিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুপচাঁচিয়া ইউনিট কমান্ডার রবিউল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।