পাইলট অভিনন্দনের ছবি দিয়ে বিজেপির পোস্টার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০১৯ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রচারণায় শোভা পাচ্ছে অভিনন্দন বর্তমানের ছবি। পাকিস্তানের হাতে বন্দি থাকা ভারতীয় পাইলটের ছবি দিয়ে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড লাগানো হয়েছে দেশটির বিভিন্ন জেলায়।

এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির এমন কাণ্ডে সরব হয়েছেন বিরোধীরাও।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রাজধানী দিল্লির কয়েকটি সড়কে পাইলট অভিনন্দনের ছবি দিয়ে আগামী নির্বাচনের বিলবোর্ড দেখা যায়। বিষয়টি আমলে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে।

নির্বাচনী প্রচারণায় সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের ছবি যেন রাজনৈতিক দলগুলো ব্যবহার না করে, বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা। নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোকে এভাবে প্রচারণা না চালানোর অনুরোধ করেছে।

অভিনন্দনের ছবি নির্বাচনী প্রচারণায় ব্যবহারের বিরোধিতা করেছেন দেশটির সুশীল সমাজ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে চলছে তুমুল সমালোচনা।

ভারতীয় সাংবাদিক রামা লক্ষ্মী ছবিগুলো তার টুইটারে শেয়ার করে লেখেন, নির্বাচনী প্রচারণায় অভিনন্দনের ছবি ব্যবহারের জন্য বিজেপি কি তার অনুমতি নিয়েছে? এটা কি দিল্লি না ভারতের অন্য কোনো মফস্বল শহর?

ফারজি নামে আরেক সাংবাদিক লেখেন, ভারতের গর্ব অভিনন্দনের ছবি নির্বাচনী কাজে ব্যবহার করায় বিজেপির লজ্জা করা উচিত। সরাসরি মোদির নাম না নিয়ে তিনি বলেন, চৌকিদারের লজ্জা থাকলে এমন নিচু কাজ করতেন না।

কোসওয়ার তোয়ানজাদ নামে অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আপনারা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য দেশের সেনাদের ছবি ব্যবহার করতে পারেন না। খবর যুগান্তর অনলাইন