শেরপুরে নয় বছরের শিশুকে বলাৎকার : লম্পট গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০১৯ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

বগুড়ার শেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে আল আমিন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার  শহরের স্থানীয় ধুটনমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পেশায় একজন রিকসা চালক বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের এসআই ওসমান গণি জানান, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের ইসলামের একটি নয়বছরের শিশু ছেলে সন্তার রয়েছে। ওই শিশুর দাদি স্থানীয় একটি চাতালে কাজ করেন। গত ০৯মার্চ শিশুটি তার দাদির সঙ্গে ওই চাতালে যায়। সে চাতালের কাছে একটি ভুট্টাক্ষেতের পাশে খেলা করছিলো। একপর্যায়ে লম্পট আল আমিন চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে বলাৎকার করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট আল আমিন পালিয়ে যায়। এরপর ওই শিশুকে উদ্ধার কওে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১০মার্চ শিশুটির বাবা বাদী হয়ে আল আমিনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে তাকে ধরা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুকে বলাৎকারের কথা স্বীকার করেছেন। তাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।