বগুড়ার শেরপুরে ১১তম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০১৯ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব সহকারি শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  লিয়াকত আলী সেখের মাধ্যমে প্রধনমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। কর্মসূচি চলাকালে সহকারী শিক্ষকদের প্রতিনিধি মো. ছায়েদুজ্জামান, মো. এনামুল হক, জয়নুল আবেদীন, মোছাঃ শামীমা আক্তার, টিএম নুরুল আলম, মো. শামছুদ্দিন (ফিজার), মো. জিয়া ইসলাম, মো. ওবায়দুল্লাহ, রাশেদুল ইসলাম. ফাতেমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে ১১তম গ্রেড বাস্তবায়নে জোরালো দাবি জানিয়ে বক্তারা বলেন, বেতন বৈষম্য নিরসন করতে হবে। তাছাড়া সহকারি প্রধান শিক্ষকের কোন প্রয়োজন নাই। সবমিলিয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি জানান তারা।