নওগাঁয় সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু; আরো ২ ব্যক্তির মৃত্যু; আক্রান্ত ৫৮

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২১ ১২:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২ বার।

নওগাঁয় কিছুটা সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু দাড়ালো ৬০-এ। এদিকে এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫৮ জন। 


নওগাঁ জেলায় বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের একজন নওগাঁ জেলা সদরের এবং অপরজন আত্রাই উপজেলা সদরের। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ৬০ ব্যক্তির। ২৫৩টি নমুনা পরীক্ষা করে এই ৫৮ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। যা শতকরা হার অনুযায়ী ২২ দশমিক ৯২ শতাংশ। এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩২৫৩ জন। জেলা সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।


নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর ও রানীনগর উপজেলায় ৮ জন করে, আত্রাই ও মহাদেবপুর উপজেলায় ৬ জন করে, মান্দা, বদলগাছি ও নিয়ামতপুর উপজেলায় ৪ জন করে, পত্নীতলা উপজেলায় ১১ জন, ধামইরহাট উপজেলায় ২ জন ও সাপহার উপজেলায় ৫ জন রয়েছে। 


গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬ জন এবং এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৩০৩ জন। বর্তমানে ৯৫০ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। জেলা সদরের হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯ জন এবং বাঁকীরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। 
এ সময় জেলায় মোট ২০২ ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে এবং কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৯ ব্যক্তিকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৬১ জনসহ সর্বমোট হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৭৪৯ জন। 


এদিকে জেলা প্রশাসন ঘোষিত স্থানীয়ভাবে তৃতীয় দফায় তৃতীয় দিনের মত কঠোর বিধিনিষেধ চলমান থাকলেও তা পালনে সাধারণ মানুষের মধ্যে অনীহা পরিলক্ষিত হচ্ছে। জেলা হাট-বাজার গুলোতে কোন স্বাস্থ্য বিধির কোন বালাই নেই বললে চলে।