বগুড়ায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়ি গ্রেফতার

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২১ ১৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় নগদ টাকা ও সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  গত বৃহস্পতিবার রাতে উপজেলার কলাবাগান এলকার জনৈক সিরাজুল ইসলামের চালকলের ভিতরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদরের চক এনায়েত গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে ইব্রাহিম (৫০), ফতেপুর দক্ষিনপাড়ার ইসমাইল হোসেনের ছেলে বেলাল হোসেন (৫০) ও আদমদীঘির পোওতা গ্রামের মহব্বত সরদারের ছেলে মিঠু সরদার (৩৫)। এ ব্যাপারে থানায় মাদলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গত বৃহস্পতিবার রাতে  উল্লেখিত স্থানে তাসের মাধ্যমে জুয়া খেলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১০ হাজার ১শ টাকা ও তাস উদ্ধার করা হয়।