আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ৪দিন পর উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০১৯ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

আদমদীঘি কৈকুড়ি আর.এম. উচ্চ বিদ্যালয়ের আশফিকা আক্তার বীমা (১৫) নামের অপহৃত এসএসসি পরীক্ষার্থিনীকে পুলিশ ৪দিন পর সোমবার ভোর ৪টায় নওগাঁর কাঠালতলী এলাকা থেকে উদ্ধার করেছে। তবে অপহরনকারিকে পুলিশ আটক করতে পারেনি।  ওইদিন সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও জবাবন্দী গ্রহনের জন্য বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিনার আলী জানান।


মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির কোমারভোগ গ্রামের বেলাল হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থিনী আশফিকা আক্তার বীমা কে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে কালাইকুড়ি গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে সোহান (২০) উত্যক্তাসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি সোহানকে জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়। গত ৭মার্চ ভিকটিম আশফিকা আক্তার বীমা আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রাকটিক্যাল পরীক্ষা শেষে বেলা প্রায় ১২টার আইপিজে উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব পার্শ্বে পৌছামাত্র সোহানসহ তার সহযোগীরা আশফিকা আক্তার বীমাকে একটি অজ্ঞাতনামা মাইক্রোতে জোড়পূর্বক উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের মা আফরোজা বেগম বাদী হয়ে সোহানকে আসামী করে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করেন।