বাচ্চা বিমানবন্দরে, মধ্যাকাশে ওঠার পর মনে পড়ল মায়ের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০১৯ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।
নিজের বাচ্চাকে বিমানবন্দরের টার্মিনালে রেখে এসেছেন, এক যাত্রীর এমন কথা মনে পড়াতে মালয়েশিয়াগামী একটি উড়োজাহাজকে ঘুরে আবার সৌদি আরব ফিরে যেতে হয়েছে।খবর বিডিনিউজ২৪ডটকম।

ওই মা তার সন্তানের কথা ভুলে গিয়েছিলেন, যাত্রীরা ক্যাবিন ক্রুকে এমন কথা জানানোর পর কুয়ালালামপুরের পথে থাকা পাইলট জেদ্দা বিমানবন্দরে ফেরার অনুমতির অনুরোধ জানান, মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর মাত্র কিছুক্ষণ আগে উড়োজাহাজটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাইলটের করা কলের ভিডিওতে তার সঙ্গে কট্রোল অপারেটরদের কথোপকথনটি প্রকাশ পেয়েছে।

এতে দেখা যায় পাইলট বলছেন,“আল্লাহ আমাদের সহায় হোন, আমরা কি ফিরে আসতে পারি?”

দৃশ্যটি দেখে মনে হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য এ ধরনের ঘটনা এটিই প্রথম ছিল, এ অনুরোধে অপারেটর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন এবং তিনি কী উত্তর দিতে পারেন তা নিয়ে অন্যান্যদের সঙ্গে আলোচনা করছেন এমনটি শোনা গেছে।

অন্য সহকর্মীদের তিনি বলেন, “এই ফ্লাইটটি ফিরে আসতে চেয়ে অনুরোধ জানাচ্ছে। এক যাত্রী ওয়েটিং এলাকায় ভুলে তার বাচ্চাকে রেখে গেছেন, কী ঘটনা।”

এ সময় পাইলট ওই অপারেটরকে বলেন, “আমি আপনাকে বলেছি, এক যাত্রী টার্মিনালে তার বাচ্চাকে রেখে গেছেন আর ফ্লাইটের সঙ্গে যেতে অস্বীকার করছেন।”

এরপর কিছুক্ষণ বিরতি দেওয়ার পর ফ্লাইট এসভি৮৩২-কে বিমানবন্দরে ফেরার অনুমতি দেওয়া হয়।

“ওকে, ফিরে আসেন,” বলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার।

“আমাদের জন্য এটি পুরোপুরি একটা নতুন ঘটনা,” মন্তব্য করেন তিনি।

বিমানের যান্ত্রিক সমস্যা ও যাত্রীদের অসুস্থতার ঘটনা বাদে অন্য কোনো ঘটনায় মাঝপথ থেকে উড়োজাহাজের ফিরে আসার ঘটনা বিরল।

উড়োজাহাজটি ফিরে আসার পর ওই মা ও সন্তান ফের একত্র হন।