নেইমার-এমবাপ্পের সঙ্গে কথা বলবেন পেরেজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

রিয়াল মাদ্রিদের কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। তিনি বলছেন, এখন চলতি মৌসুমটা ভালো মতো শেষ করতে চান তিনি। আগামী মৌসুমে নতুন করে শুরু করতে চান। তবে এরই মধ্যে গুঞ্জন উঠে গেছে, এমবাপ্পে-হ্যাজাডকে দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ। এছাড়া বেলের মতো তারকার কপাল পুড়েছে বলেও সংবাদ মাধ্যমের গুঞ্জন। যদিও জিদান বলছেন, এখন দলবদল নিয়ে কথা বলার সময় নয়। মৌসুমে এখনও ১১ ম্যাচ বাকি।

প্রশ্ন করা হয়েছে পেরেজকেও, 'এমবাপ্পে তো জিদানেরই দেশের তারকা। তাকে কি জিদান রিয়ালে নিয়ে আসবেন? পেরেজের উত্তর, 'না। আমাদের আগে মৌসুমটা ভালো মতো শেষ করা দরকার। এরপর আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু হবে।' পরের প্রশ্ন ছিল নেইমার এবং এমবাপ্পে দু'জনকেই নিয়েই। পেরেজ তখন বলেন, 'আমি দু'জনের সঙ্গে কথা বলব।'

রিয়ালের দায়িত্ব বুঝে নেওয়া জিদানকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো। রোনালদো কি আবার রিয়াল মাদ্রিদে ফিরবেন। রিয়াল কোচ বললেন, 'আমাদের মৌসুমে এখনও ১১ ম্যাচ বাকি। এরপর আগামী মৌসুম নিয়ে ভাববো। রোনলদোকে আমরা সবাই চিনি। ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার সে। তবে আমি এখনও এসব নিয়ে ভাবিনি।'

আগামী শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের ডাগ আউটে দাঁড়াবেন জিদান। বুধবার থেকেই দল নিয়ে প্রস্তুতি শুরু করবেন তিনি। জিদান বলেন, 'রিয়াল মাদ্রিদে বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত। তবে তার জন্য মৌসুমে লা লিগার শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলবদল নিয়ে আমাদের সামনে সময় আছে। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার সময় আছে আমাদের হাতে।'