মুখে ব্রণ সমস্যায় মেহজাবিন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৬ বার।

নিন্ম মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেহজাবীন চৌধুরী। একটি প্রতিষ্ঠানে ছোট খাটো চাকরী করেন। গায়ের রঙ চাপা শ্যামলা। সমস্ত মুখ জুড়ে কালো কালো দাগ। এগুলো বসন্ত ও ব্রণের দাগ! একই অফিসে চাকরী করেন অপূর্ব। তারও একটি রোগ রয়েছে। চুলকানির সমস্যা। ইলিশ, চিংড়ি মাস, বেগুন, গরুর মাংস জাতীয় খাবার খেতে পারেন না তিনি।

নাটকটির একটি দৃশ্যে অপূর্ব ও মেহজাবিন

 

নিজেদের এই সমস্যাগুলো নিয়ে দু’জনকেই শুনতে হয় নানা কটু কথা। মাঝে মাঝে মন খারাপ হয়। আবার কখনও শুনেও না শুনার ভান করেন। তবে অফিসে নানা নাটকীয়তার মাঝে প্রেম হয়ে যায় অপূর্ব ও মেহজাবিনে। গল্প মোড় নেয় অন্য দিকে। 

এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে  নাটক ‘মেঘের বাড়ি যাবো’। চয়ন দেবের রচনায় এটি নির্মাণ করেছেন শুভ। পহেলা পহেলা বৈশাখ উপলক্ষে কোন একটি অনলাইন  প্লাটফর্মে প্রচার হবে নাটকটি।