খেলতে না জানায় ইভানকা-কুশনারকে সরাতে চেয়েছিলেন ট্রাম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯ ০৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

রাজনীতির মাঠে কিভাবে খেলতে হয় তা না জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ইভানকা ও জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের বাইরে রাখতে চেয়েছিলেন।

সম্প্রতি সাংবাদিক ভিকি ওয়ার্ডের লেখা এক বইয়ে এমন দাবি করা হয়েছে। খবর আনাদোলুর

কুশনার ইনকর্পোরেশনের অপ্রকাশিত ওই বইয়ে বলা হয়, ইভানকা ও জ্যারেড কুশনারকে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার জন্য সেই সময়ের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলিকে আদেশ দিয়েছিলেন ট্রাম্প।

কারণস্বরূপ ট্রাম্প বলেছিলেন, রাজনীতির মাঠে কীভাবে খেলতে হয় তা ইভানকা ও কুশনার জানে না। তাই তাদের পদে রেখে কোনো লাভ নেই।

বইটির পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্পের ওই নির্দেশনার পর জন কেলি তাকে পরামর্শ দেন, ইভানকা ও কুশনারকে তাদের পদ থেকে না সরানোর। কারণ তাদের সরানো অনেকটা কঠিন হবে।

তবে পরে ট্রাম্পের সঙ্গে ঐকমত্য পোষণ করেন জন কেলি।

সেই সময় ট্রাম্প কেলিকে বলেছিলেন, আমার বাচ্চাদের বের করে দাও। তাদের নিউইয়র্ক পাঠিয়ে দাও। বইটিতে বলেন ভিকি ওয়ার্ড।

কিন্তু টাইমসের মতে, তাদের অপসারণের যে ইচ্ছা ট্রামের ছিল তা কিছু সময় পর ঢেউয়ের মতো ভেসেও গিয়েছিল।

টাইমসের প্রতিবেদনে বলা হয়, পরে ট্রাম্প ও কেলির দূরত্ব বেড়ে যাওয়ায় ডিসেম্বরে কেলি তার পদ থেকে পদত্যাগ করেন। আর এর পরই ইভানকা ও কুশনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

তবে ভিকি ওয়ার্ড তার বইয়ে যুক্তি দিয়ে বলেন, ইভানকা ও কুশনার তাদের নিজেদের লাভের জন্য ট্রাম্পের সঙ্গে থাকতে আগ্রহী হয়েছিলেন।