নিজস্ব তৈরি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯ ০৬:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৪ বার।

নিজস্ব তৈরি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্রকে ‘স্মার্ট সমরাস্ত্র’ বলে দাবি করেছে দেশটি।

চীন-পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয় জানিয়ে পাকিস্তান বিমান বাহিনী বলেছে, যে কোনো বিদেশি শক্তির আগ্রাসনের জবাব সর্বশক্তি দিয়ে দেওয়া হবে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এটাকে ‘স্মার্ট সমরাস্ত্র’ উল্লেখ করে ‘ব্যাপক বিধ্বংসী’ দাবি করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছোট একটি ভিডিও ছাড়া হয়েছে। এতে দেখা যায়, যুদ্ধবিমান থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বিকট বিস্ফোরণের পর ওই জায়গায় বিশাল গর্তের মতো সৃষ্টি হয়।

এই ক্ষেপণাস্ত্র তৈরি এবং সফল পরীক্ষার জন্য দেশটির প্রকৌশলী ও বিজ্ঞানীদের ভূয়সী পরীক্ষা করেছেন বিমান বাহিনীর প্রধান চিফ অব এয়ার স্টাফ মুজাহিদ আনোয়ার খান।

তিনি বলেন, “পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। কিন্তু কোনো শত্রুর আগ্রাসনের শিকার হলে সর্বশক্তি দিয়ে আমরা তার জবাব দেব।”

পাকিস্তান এমন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যখন চিরবৈরী ভারতের সঙ্গে দেশটির যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে ভারতের বিমান হামলা এবং পরদিন ভারতীয় বিমান ভূপাতিত ও পাইলট আটকের ঘটনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়।