শিগগিরই ঢাকায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ সিমলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯ ০৮:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৫ বার।

দেশে ফিরছেন সিমলা। আগামী মাসের শুরুর দিকেই ঢাকায় আসছেন এই চিত্রনায়িকা। এসেই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

এমনটাই জানালেন চিত্রনায়িকা সিমলা।

বেশ কিছু দিন খবরের শিরোনামে ছিলেন সিমলা। আন্তর্জাতিক গণমাধ্যমেও চর্চা হয়েছিল তার নাম।

তবে নিজের কোনো সাফল্যের জন্য নয়, শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় তার নাম চলে আসে।

তাকে খুঁজতে থাকে পুলিশ। বিমান ছিনতাইচেষ্টাকারী পলাশের সঙ্গে সিমলার কী সর্ম্পক সে প্রশ্ন উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

পরবর্তী সময় ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন সিমলা। পলাশ তার সাবেক স্বামী স্বীকার করে ওই বিমান ছিনতাইচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

পাশাপাশি এ ঘটনায় তদন্তের প্রয়োজনে বাংলাদেশ পুলিশকে যে কোনো ধরনের সহযোগিতা করার কথা জানান তিনি।

এর পর সিমলা জানান, বর্তমানে ছবির কাজেই ভারতে অবস্থান করছেন তিনি। ছবির নাম ‘সফর’। এ জন্য মুম্বাইয়ের মীরা রোডের একটি বাড়িতে তিনি অবস্থান করছেন।

এবার সিমলা জানালেন, ‘সফর’ ছবির কাজ এখন প্রায় শেষ। কিছু দিন আগে ডাবিং শেষ করেছি। এখন ফটোশুটে অংশ নেব। এর পর দেশে ফিরব।

কয়েকটি ঢাকাই ছবিতে কাজ করার প্রস্তাবও পেয়েছেন বলে জানান সিমলা। সেসব ছবির নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের ঢাকাই ছবিতে কাজ করেছেন সিমলা। তার অভিনীত সব ছবির মধ্যে ‘ম্যাডাম ফুলি’ ছবিটি বেশ ব্যবসাসফল হয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খি’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে নারায়ণগঞ্জের পলাশ ওরফে মাহিবি। এ ফ্লাইটের ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিরাপদে বের হয়ে আসেন ও ৮ মিনিটের কমান্ডো অভিযানে পলাশ নিহত হন।

নিহত পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন সিমলা।