এবার রাশিয়ায়ও বাতিল করা হলো বোয়িং ৭৩৭ ম্যাক্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

ইথিওপিয়ায় ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়ার পর থেকে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের সব বিমান বাতিল করেছে।

এবার বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধের এ তালিকায় যোগ হয়েছে হয়েছে রাশিয়াও। বৃহস্পতিবার রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি আনুষ্ঠানিকভাবে বোয়িং বিমান বাতিলের এ ঘোষণা দেন। খবর স্পুটনিকের।

দুদিন আগে রাশিয়ার এস-৭ এয়ারলাইন্স তাদের বহর থেকে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের সব বিমান বাতিল করা হয়।

এদিকে গত মঙ্গলবার বোয়িংয়ের সিইও ডেনিস মুইলেনবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেন, তাদের তৈরি বিমান নিরাপদ।

তারপরও মার্কিন ফেডারেল অ্যাভিয়েশনকে আপাতত বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমানের ফ্লাইট বন্ধ রাখার সুপারিশ করেন।

ইথিওপিয়ায় রোববার বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স সিরিজের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর ইতিমধ্যে ইথিওপিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক ও ওমান এ মডেলের সব বিমান বাতিল ঘোষণা করে।