মায়ের মৃত্যুর খবর শুনে মুক্তিযোদ্ধা ছেলের মৃত্যু

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯ ১৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বৃদ্ধা মার মৃত্যুর খবর শোনার মাত্র ৩ ঘন্টার মধ্যে তার মুক্তিযোদ্ধা ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামে। মা- ছেলের এমন মৃতুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার বাদ যোহর মা- ছেলের জানাজা শেষে তাদের দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ  বিপুল সংখ্যক  মানুষ অংশ নেন।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম, জানান, বশিকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খলিফার মা ফাতেমা বেওয়া বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেন। এ খবর শোনার তার ছেলে আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগে রাত ১১টার দিকে তিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে নাতিনাতনীসহ অসংখ্যগুনগ্রাহি রেগে গেলেন।

বৃহস্পতিবার বাদ জোহর একই স্থানে পৃথক ভাবে মা ও ছেলের নামাজে জানাজা করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে রাষ্ট্রীয় মর্য্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাদের নামাজে জানাজায় উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান, ওসি মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অলহাজ্ব আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, আফজাল হোসেন, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনসহ বহু মুসল্লি শরীক হন।