আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ক্র্যাকড’

বগুড়ায় দরিদ্র ১৭ ‍মুক্তিযোদ্ধার জন্য আয় বর্ধক কর্মসূচী

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯ ১০:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৭ বার।

বগুড়ায় দরিদ্র সতের মুক্তিযোদ্ধাকে আয় বর্ধক কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ওই কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন- টিম ক্র্যাকড শুক্রবার সকালে বগুড়া পৌর সভার হল রুমে বীর সেই যোদ্ধাদেরকে একটি করে গাভী প্রদান করেছে। পাশাপাশি তাদের প্রত্যেককে সম্মানাও জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সোস্যাল ওয়েলফেয়ার পরিচালক ড. রোকনুজ্জামান সোহাগ।
টিম ক্র্যাকড-এর সমন্বয়ক পল্লব ঘোষ জানান, যারা নিজেদের জীবনকে তুচ্ছজ্ঞান করে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন তাদের দুঃখ-দুর্দশা আমাদের জন্য লজ্জাকর। তিনি বলেন, সতের বীর যোদ্ধার জীবন-মান উন্নয়নে একটি সংগঠন এগিয়ে এসেছে। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা যাতে স্বচ্ছল এবং সুন্দরভাবে জীবন-যাপন করতে পারেন সে জন্য আয় বর্ধক কর্মসূচী গ্রহণ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক সেই সংগঠনটি। মহতী এই কর্মযজ্ঞের কথা নিজেরা প্রচার করতে চান না বলেই সংগঠনটি টিম ক্র্যাকডের মাধ্যমে তাদের উদ্যোগ বাস্তবায়ন করছে।’
সংগঠনের সহকারী এইচ আর অ্যাডমিন পলাশ সরদার জানান, দরিদ্র মুক্তিযোদ্ধাদের আয়-রোজগার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে অনেক চিন্তা-ভাবনার পর গাভী কিনে দেওয়ার ব্যাপারে সবাই একমত হন। এর পরই তাদেরকে একটি করে গাভী দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে. এম রউফ, পার্লস পাঠশালার চেয়ারম্যান শিশির মুস্তাফিজ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজা খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসানুল কবির ডালিম।