প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানহা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১০:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

লামইয়া তানজিন তানহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হলের নির্বাচনে বিজয়ী হয়েও অনিয়মের প্রতিবাদে ফল প্রত্যাহার করেন। বুধবার ২৫৯ জন প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন গেলেও যাননি তানহা।

সুফিয়া কামাল হল সংসদের সদস্য পদে বিজয়ী তানজিন তানহা কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়ে আন্দোলনে আছেন।

শনিবার বিকাল ৪টায় গণভবনে ডাকসুর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ডাকসু নেতারা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে যাত্রা করেন। তবে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ভিপি নুরুল হক নুর আর একই প্যানেলের সমাজকল্যাণ পদে বিজয়ী আখতারুজ্জামান আলাদাভাবে গণভবন যান।

তাদের কারুর সঙ্গেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবন যাননি তানহা।  

তিনি বলেন, আমি প্রথমে নির্বাচন বর্জন করেছি, পরে পদত্যাগ করেছি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি না।

ইংরেজী বিভাগের এই শিক্ষার্থী সুফিয়া কামাল হলে সদস্য পদে প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেল থেকে নির্বাচন করেন।

১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেলগুলো তা বর্জনের ঘোষণা দেয়। এতে ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নির্বাচিত হন। এ ছাড়া ডাকসুর ২৫ পদের মধ্যে দুই পদে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা আর বাকি ২৩ পদে ছাত্রলীগের প্যানেল থেকে জয়ী হয়েছে।