মোদিকে মাসুদ আজহারের চ্যালেঞ্জ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১০:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

ফিটনেস প্রমাণ করতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়েছেন জইশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। একই সঙ্গে দাবি করেছেন, ভারতের হামলায় তার সংগঠনের কেউ হতাহত হয়নি।

জইশ-ই মোহাম্মদের সাপ্তাহিক পত্রিকা আল-কালামে লেখা কলামে মাসুদ বলেন, ‘পারলে আমার সঙ্গে আর্চারি অথবা শুটিং প্রতিযোগিতায় নেমে দেখাক। কতটা ফিট আছি সেখানেই প্রমাণিত হয়ে যাবে।’

মাসুদ লিখেছেন, ‘আমরা সবাই বেঁচে আছি এবং ভালো আছি। আমার কিডনি এবং লিভারও খুব ভালো অবস্থায় আছে।’

মোদিকে কটাক্ষ করে মাসুদের বক্তব্য, ‘আমি নরেন্দ্র মোদির মতো নই। আমি একজন সম্পূর্ণ সুস্থ মানুষ। পৃথিবী জুড়ে আমার স্বাস্থ্য নিয়ে যে আলোচনা হচ্ছে তা আসলে উদ্দেশ্যপ্রণোদিত। ’

সাপ্তাহিক পত্রিকাটিতে পুলওয়ামা কাণ্ড নিয়েও নিজেদের পুরোনো অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে জইশ-ই-মোহম্মদ, ‘এই নাশকতা আসলে স্বাধীনতার যুদ্ধ। কাশ্মীরিদের হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে পুলওয়ামার আত্মঘাতী যুবক আলী আহমদ দার। এই আগুন সহজে নিভবে না। তা ছড়িয়ে পড়বে সারা কাশ্মীরে।’