ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে মাইকিং!

কাজী আনিছুর রহমান, সংবাদদাতা, রাণীনগর উপজেলা (নওগাঁ)
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গ্রাম পুলিশদেরকে গ্রামে গ্রামে পাঠিয়েও ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য বলা হচ্ছে।
মাইকিংয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগ, ভোট কেন্দ্রে যাওয়া-আসাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হচ্ছে। এছাড়া কেউ যেন কোন ভোটারকে হুমকি-ধামকি দিয়ে বা ভোট প্রয়োগে বাধা প্রয়োগ করতে না পারে সেকথাও বলা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, গত ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার প্রেক্ষাপটে এ ধরনের মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের ধারণা মাইকিং করা হলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, উপজেলা ও জেলা প্রশাসনের নির্দেশে পুরো উপজেলা জুড়েই মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে তার জন্যই মাইকিং করা হচ্ছে ।