শ্রেষ্ঠ বক্তা ফরিহা তাবাসসুম প্রজ্ঞা

নওগাঁয় সমকালের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬৭ বার।

নওগাঁয় বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে নওগাঁ পিএম বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ফরিহা তাবাসসুম প্রজ্ঞা। শনিবার নওগাঁ জেলা  প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় নওগাঁর ৭টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এগুলো হলো- নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, সেন্ট্রাল গালর্স ও চকএনায়েত উচ্চ বিদ্যালয়।

বিচারক ছিলেন নওগাঁর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদা বেগম,একই বিভাগের প্রভাষক এসএম রকিবুল হাসান,প্রভাষক মোঃ রবিউল আওয়াল,রানীনগর মহিলা কলেজের আইসিটি বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন, একই কলেজের গণিত বিভাগের প্রভাষক মোঃ মতিউর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশিদ, ডিবেটারস ফোরামের পরিচালক মোঃ রাশিদ আঞ্জুম তন্ময়। চুড়ান্ত পর্বের যুক্তি তর্কের লড়াইয়ে অংশ নেয় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোহসীনা মীম,মুবাশশিরা ফারিহা তাবাসসুম প্রজ্ঞা, ও নওগাঁ পিএম বালিকা বিদ্যালযের নুসরাত ইয়াসমিন,তানিয়া সুলতানা ও জান্নাতুন ফেরদৌস।

বিকেলে সমপানী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখার সুহৃদ সমাবেশের সহ-সভাপতি অ্যাডভোকেট এমরান হাসান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদা বেগম,প্রভাষক মোঃ রবিউল আউয়াল,সমকালের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন, সুহৃদ সমাবেশ নওগাঁর সাধারণ সম্পাদক আবুল্লাহ আল রাফি সরোজ ও যুগ্ন সম্পাদক সেতু ইসলাম। এর আগে সকাল ১০টায় প্রতিযোগী, বিচারক এবং অতিথিরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নবীর উদ্দিন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নওগাঁ জেলা সুহৃদ সমাবেশের সহ সম্পাদক সাব্বির আহমেদ মারুফ ।