ত্বকের মরা চামড়া দূর করে যে ফেসপ্যাক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১৬:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩২ বার।

ধুলাবালি ও মরা চামড়া জমে ত্বক বিবর্ণ হয়ে গেছে? ঘরে তৈরি ফেসপ্যাকের সাহায্যে দূর করতে পারেন ত্বকে জমে থাকা মরা চামড়া। চালের গুঁড়ার ফেসপ্যাকটি ব্ল্যাকহেডস দূর করতেও কার্যকর।

 
যা যা লাগবে

  • চাল
  • লেবু
  • মধু
  • গ্রিন টি

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাকটি

  • ২ টেবিল চামচ চাল গ্রিন্ডারে গুঁড়া করে নিন। একদম মিহি করবেন না গুঁড়া। চালের গুঁড়া ত্বক নরম ও কোমল করে।
  • চালের গুঁড়ার সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। এতে থাকা ভিটামিন সি ও অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে।
  • ১ চা চামচ মধু মেশান মিশ্রণে। ত্বকে থাকা জীবাণু দূর করতে কার্যকর এই উপাদান।
  • এবার প্রয়োজন মতো গ্রিন টি লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট যেন অতিরিক্ত পাতলা না হয়।
  • ফেসপ্যাকটি শুকনা ও পরিষ্কার ত্বকে লাগান। খানিকটা শুকিয়ে টানটান হয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন।