এই ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে: তামিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯ ১৬:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেও এর ধাক্কা কাটিয়ে উঠতে কতদিন লাগবে জানা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তবে বেশ সময় লাগবে, রেডিও নিউজিল্যান্ডকে এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল।

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। আরেকটু আগে সেখানে পৌঁছালে ভয়ঙ্কর কিছু হতে পারতো বাংলাদেশের ক্রিকেট দলের ভাগ্যে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ক্রিকেটাররা। নিরাপদে তারা হোটেলে ফিরেছেন, ধরেছেন দেশে ফেরার বিমান। কিন্তু সামনে থেকে এমন হত্যাকাণ্ড দেখে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন তারা।

শনিবার সকালের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ বিমানবন্দরের আনুষ্ঠানিকতার ফাঁকে রেডিও নিউজিল্যান্ডের সঙ্গে কথা হয় তামিমের। বেঁচে গেলেও ঘটনার ভয়াবহতা ভুলতে পারছেন না ২৯ বছর বয়সী ব্যাটসম্যান, ‘সবচেয়ে খারাপ ব্যাপার হলো, আমরা চোখের সামনে সবকিছু ঘটতে দেখছিলাম। এটা খুবই ভয়ঙ্কর।’

তামিম আরও যোগ করেছেন, ‘নিউজিল্যান্ড সুন্দর দেশ। এখানে আমরা যতবার এসেছি, প্রতিবার ভীষণ নিরাপদ বোধ করেছি। নিউজিল্যান্ডে তো অবশ্যই, পৃথিবীর যে কোনও জায়গায় প্রথম এমন অভিজ্ঞতা হলো। এটা আমাদের জন্য বিরাট ধাক্কা।’ খবর- বাংলা ট্রিবিউন

সতীর্থদের মানসিক অবস্থাও বুঝতে পারছেন তামিম। নিহতদের জন্য দোয়া ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘ছেলেরা মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে। তারা সবাই মর্মাহত। আমিও ধাক্কা খেয়েছি, তাই তাদের বেশি কিছু বলতে পারিনি। এটা কাটিয়ে উঠতে সময় লাগবে।’ বিবিসি