সরকারি আজিজুল হক কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ ২০১৯ ০৮:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 
রোববার সকাল ৭টায় কলেজর বটতলা  থেকে অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর  নেতৃত্বে একটি র‍্যালি বের করা করা। র‍্যালিটি কামারগাড়ি হয়ে কলেজের মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে  প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক , শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার নেতাকর্মী সহ কলেজের  বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। র‍্যালি শেষে  সবাই  মুক্তমঞ্চের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী ও  জাতীয় শিশুদিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। এছাড়াও বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কালাচাঁদ শীল, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ফারুক হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মাহতাব হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ।  আলোচনা শেষে কলেজ প্রশাসন এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে কেক কাটেন ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী। 


এছাড়া, অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল  চিত্রাঙ্কণ ও  রচনা প্রতিযোগিতা। এর পর কলেজ থিয়েটারের আয়োজনে  সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।