ক্রাইস্টচার্চে হামলা

নিউইয়র্কে মসজিদে নিরাপত্তা জোরদার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলায় হতাহতদের স্মরণে নিউইয়র্কে আয়োজিত আন্তঃধর্মীয় ও সর্ব কমিউনিটি প্রার্থনা ও সংহতি সমাবেশ হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের নারী এমপি ক্যাটালিনা ক্রুজের উদ্যোগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ হয়।

এ সময় নিউইয়র্কে অবস্থানরত মুসলমানদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ক্যাটালিনা ক্রুজ বলেন, 'শুধু পুলিশ নয়, মুসলমানের পাশে রয়েছে নিউইয়র্কবাসী।'

এদিকে ক্রাইস্টচার্চের বর্বরোচিত হত্যাকাণ্ডের পর শুক্রবার থেকেই নিউইয়র্কের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রধান প্রধান মসজিদের সামনে স্বয়ংক্রিয় অস্ত্র ও ডগ স্কোয়াড নিয়ে পুলিশকে পাহারা দিতে দেখা গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে মুসলমানরা শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন।

এর আগে শুক্রবার জ্যামাইকায় একটি সড়কের নামকরণ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস ও'নীল বলেন, নিউজিল্যান্ডের ঘটনার পর নিউইয়র্কের মসজিদগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলমানদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জ্যামাইকা মুসলিম সেন্টারে জুম্মার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসম্যান গ্রেগরী মিপ ও কংগ্রেসওমেন গ্রেস মেং ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিউইয়র্কের মুসলমানদের পাশে থাকার কথা জানান।