বৃষ্টি থাকবে ৩ দিন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ ০৬:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক স্থানে বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে তিন দিন।

সোমবার সকাল ৯টা থেকে আবহাওয়ার পরবর্তী ২৪ এবং ৭২ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।