চৌকিদার নরেন্দ্র মোদি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ ০৭:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক দিন থেকেই নিজেকে জনগণের চৌকিদার হিসেবে দাবি করেন।

আর এরই ধারাবাহিকতায় গত শুক্রবার তিনি তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে চৌকিদার নরেন্দ্র মোদি করেন।

টুইটার বার্তায় তিনি লেখেন, দেশকে সেবা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের চৌকিদার সবসময় প্রস্তুত।

কিন্তু আমি একা নই। দুর্নীতি, ময়লা, সামাজিক মন্দার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকেই চৌকিদার।

ভারতের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রমকারী প্রত্যেকেই চৌকিদার। আজ প্রত্যেক ভারতীয় বলছেন, আমিও চৌকিদার।

এ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ছাড়া টুইটারে '#ম্যায় ভি চৌকিদার' নামে প্রচার শুরু করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ ধরে বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, জগৎ প্রকাশ, পীযূষ গোয়েলও অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন।