বগুড়ার হাকির মোড়ে শিশুর খেলার আগুনে পুড়লো বাসা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ ০৯:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮০ বার।

বগুড়ায় শহরের হাকির মোড় এলাকায় শিশুর খেলার আগুনে বাসার তিনটি রুম পুড়ে গেছে। এতে  প্রায় এক লাখ টাকা মালামালের ক্ষতি হয়েছে। সোমবার দুপুর পৌণে ২টার দিকে  ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি  উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর গফুর নিশ্চিত করেছেন।

বাসার মালিক  স্থানীয় ঔষুধ ব্যবসায়ী শামসুল হক। তিনি ৪ বছর আগে কাহালুর আশরাফ আলীর ছেলে হযরত আলীকে তার ওই বাসা ভাড়া দেন। 

বাসা ভাড়া নেয়া হযরত আলী পুণ্ড্রকথাকে  জানান, বাসায় তার বাচ্চা সৈকত কিছু কাগজ নিয়ে খেলছিল। খেলার ছলে এক পর্যায়ে কাগজে সে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভয়ে সে বের হয়ে আসে। পরে বাসার উপর থেকে ধোয়া বের হতে থাকলে স্থানীয় লোকজন তাকে এবং ফায়ার সার্ভিসে  খবর দেন। 

তিনি আরও জানান, রুমের মধ্যে থাকা খাট, জামা-কাপড়, টিভি সহ সব কিছু পুড়ে গেছে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।  

অগ্নিকান্ডের বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, 'আমরা খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে পৌছাই। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।'